আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে ১৯৭৪ সালে কাঠালতলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনশীল আমাদের এ বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। বদলে যাচ্ছে শিক্ষা কারিকুলাম। লক্ষ্য এবার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হলেন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক কর্মচারী, ৬৭৩ জন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও সম্মানিত অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ে দুইটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞান ল্যাব, একটি ইলেকট্রিক্যাল ল্যাব, একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শ্রেণী কার্যক্রমের পাশাপাশি রয়েছে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম। কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের সর্বশেষ সংযোজন বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট। বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নতিতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।